Wellcome to National Portal

                                গোড়ল ইউনিয়নে আপনাকে স্বাগতম

 গোড়ল  ইউনিয়নের ডিজিটাল সেন্টারের যে কোন তথ্য  সেবা পেতে এই নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করছি- ০১৭৫৩-১৬২৪১৯

সম্মানিত ভিজিটরদের অবগতির জন্য জানানো যাইতেছে যে, ইউনিয়ন তথ্য বাতায়নের হালনাগাদ কাজ চলমান রয়েছে জরুরী প্রয়োজনে ০১৭৫৩-১৬২৪১৯

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

যোগাযোগ ব্যবস্থা

সড়ক পথে-

ঢাকা থেকে ঢাকা-লালমনিরহাট জাতীয় মহাসড়ক পথে লালমনিরহাট হয়ে পুনরায় লালমনিরহাট হতে বুড়িমারী (পাটগ্রাম উপজেলা) স্থল বন্দরের রাস্তায়  মহাসড়ক পথে (লালমনরিহাট হতে প্রায় ৩০ কিঃমিঃ) তুষভান্ডার বাজার।  তুষভান্ডার বাজার হতে ২০ কিঃমিঃ উত্তর পূর্ব দিকে গোড়ল ইউনিয়ন পরিষদ ।

 

 

লালমনিরহাট থেকে লালমনিরহাট- বুড়িমারি  মহাসড়ক পথে প্রায় ৩০ কিঃমিঃ  তুষভান্ডার বাজার হতে ২০ কিঃমিঃ উত্তর পূর্ব দিকে গোড়ল ইউনিয়ন পরিষদ ।

 

রংপুর হতে লালমনিরহাট হয়ে বুড়িমারি স্থল বন্দরের রাস্তায় ৫০ কি মি দূরে গোড়ল ইউনিয়ন পরিষদ ।

 

রেলপথ

রেল্পথঃ লালমনিরহাট হতে বুড়িমারি রেলপথে কাকিনা অথবা কালীগঞ্জ রেল স্টেশন।